Breaking






Thursday, June 10, 2021

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য | Election Commissioner of India

ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য
ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কিত তথ্য; যার মাধ্যমে আপনারা ভারতের নির্বাচন কমিশনার সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। সুতরাং সময় নষ্ট না করে দেখে নিন আজকের নোটটি। 

ভারতের নির্বাচন কমিশনার


■ নিযুক্তিঃ 

সংবিধানের ৩২৪ নং ধারা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ করেন।

■ কার্যকাল ও অপসারণঃ

৬ বছরের জন্য কিংবা ৬৫ বছর বয়স পর্যন্ত এই পদে অধিষ্ঠিত থাকেন।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ 

সংসদের উভয়কক্ষ (লোকসভা ও রাজ্যসভা) রাজ্য বিধানসভা, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি প্রভৃতিদের নির্বাচন সংক্রান্ত সমস্ত কিছু আয়োজন করে থাকেন। 

■ ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনারঃ সুকুমার সেন

■ ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারঃ সুনীল আরোরা

No comments:

Post a Comment