ভারতীয় রেলওয়ে জোন ও সদর দপ্তর | Railway Zones and Headquarters
![]() |
ভারতীয় রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তর |
Supriyo Bondhura,
যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলি ভালোভাবে লক্ষ্য করা যায়, তবে দেখা যায় ভারতীয় রেল থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। তার মধ্যে ভারতীয় রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তর একটি উল্লেখযোগ্য বিষয়।
তাই আপনাদের সুবিধার্থে এই পোস্টটিতে ভারতের সমস্ত রেলওয়ে জোন বা আঞ্চলিক বিভাগ, তাদের সদর দপ্তর ও প্রতিষ্ঠাকাল নিম্নে সারিবদ্ধভাবে আলোচনা করলাম -
রেলওয়ে জোন | সদর দপ্তর | প্রতিষ্ঠাকাল |
---|---|---|
দক্ষিণ রেলওয়ে | চেন্নাই | ১৯৫১ |
মধ্য রেলওয়ে | মুম্বাই | ১৯৫১ |
পশ্চিম রেলওয়ে | চার্চ গেট, মুম্বাই | ১৯৫১ |
পূর্ব রেলওয়ে | কলকাতা | ১৯৫২ |
উত্তর রেলওয়ে | নিউ দিল্লী | ১৯৫২ |
উত্তর-পূর্ব রেলওয়ে | গোরখপুর | ১৯৫২ |
দক্ষিণ-পূর্ব রেলওয়ে | গার্ডেনরিচ, কলকাতা | ১৯৫৫ |
উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে | মালিগাঁও, গোয়াহাটি | ১৯৫৮ |
দক্ষিণ-মধ্য রেলওয়ে | সেকেন্দ্রাবাদ | ১৯৬৬ |
পূর্ব-মধ্য রেলওয়ে | হাজিপুর | ২০০২ |
উত্তর-পশ্চিম রেলওয়ে | জয়পুর | ২০০২ |
পূর্ব উপকূল রেলওয়ে | ভুবনেশ্বর | ২০০৩ |
পশ্চিম-মধ্য রেলওয়ে | জব্বলপুর | ২০০৩ |
দক্ষিণ-পূর্ব-মধ্য রেলওয়ে | বিলাসপুর | ২০০৩ |
উত্তর-মধ্য রেলওয়ে | এলাহাবাদ | ২০০৩ |
দক্ষিণ-পশ্চিম রেলওয়ে | হুবলি | ২০০৩ |
কলকাতা মেট্রো | কলকাতা | ২০১০ |
দক্ষিণ উপকূল রেলওয়ে | বিশাখাপত্তনম | ২০১৯ |
■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ বর্তমানে ভারতীয় রেল সিস্টেম কটি অঞ্চলে বিভক্ত ?
উত্তরঃ ১৮টি।
প্রশ্নঃ রেল ব্যবস্থাপনায় ভারতীয় রেল বিশ্বের মধ্যে কততম ?
উত্তরঃ চতুর্থ।
প্রশ্নঃ ভারতে প্রথম রেলপথ প্রস্তাবনা হয় কত সালে ?
উত্তরঃ ১৮৩২ সালে।
প্রশ্নঃ স্বাধীন ভারতের প্রথম রেলমন্ত্রী কে ছিলেন ?
উত্তরঃ জন মাথাই।
প্রশ্নঃ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ কলকাতা।
প্রশ্নঃ পূর্ব-মধ্য রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ হাজিপুর।
প্রশ্নঃ দক্ষিণ রেলওয়ের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ চেন্নাই।
File Details ::
PDF Name : Railway Zones and Headquarters
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment