Breaking






Wednesday, August 18, 2021

বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র PDF

বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র PDF | Official Book

বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র PDF
বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র PDF
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন দেশ ও সেই দেশের সরকারী ঘোষণাপত্র PDF সহ শেয়ার করলাম।

সুতরাং দেরি না করে তালিকাটি খুব ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র PDF টি ডাউনলোড করে নিন।

সরকারী ঘোষণাপত্র

দেশ ঘোষণাপত্র
ভারত হোয়াইট পেপার
ব্রিটিশ যুক্তরাজ্য ব্লু বুক
ফ্রান্স ইয়োলো বুক
নেদারল্যান্ড অরেঞ্জ বুক
ইরান গ্রীন বুক
ইতালি গ্রীন বুক
জাপান গ্রে বুক
বেলজিয়াম গ্রে বুক
চীন হোয়াইট বুক
পর্তুগাল হোয়াইট বুক
জার্মানি হোয়াইট বুক

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ ভারতের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট পেপার।

প্রশ্নঃ ব্রিটিশ যুক্তরাজ্যের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ? 
উত্তরঃ ব্লু বুক।

প্রশ্নঃ ফ্রান্সের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ? 
উত্তরঃ ইয়োলো বুক।

প্রশ্নঃ নেদারল্যান্ডের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ? 
উত্তরঃ অরেঞ্জ বুক।

প্রশ্নঃ ইরানের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ গ্রীন বুক।

প্রশ্নঃ ইতালির সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ গ্রীন বুক।

প্রশ্নঃ জাপানের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ গ্রে বুক।

প্রশ্নঃ বেলজিয়ামের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ? 
উত্তরঃ গ্রে বুক।

প্রশ্নঃ চীনের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট বুক।

প্রশ্নঃ জার্মানির সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ? 
উত্তরঃ হোয়াইট বুক।

প্রশ্নঃ পর্তুগালের সরকারী ঘোষণাপত্রকে কি বলা হয় ?
উত্তরঃ হোয়াইট বুক।

File Details ::
PDF Name : বিভিন্ন দেশের সরকারী ঘোষণাপত্র 
Language : Bengali
Size : 0.1 mb 
Pages : 01
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment