Breaking






Tuesday, September 21, 2021

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF | Sources of Indian Constitution
ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDF, যার মধ্যে কোন দেশ থেকে ভারতীয় সংবিধানে কোন অংশ নেওয়া হয়েছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং দেরি না করে তালিকাটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস PDFটি সংগ্রহ করে নিন।

ভারতীয় সংবিধানের বিভিন্ন উৎস

উৎস
গৃহীত বিষয় সমূহ
গ্রেট ব্রিটেন
  • সংসদীয় শাসন ব্যবস্থা
  • আইনের শাসন ও আইনের প্রণয়ন পদ্ধতি
  • একক নাগরিকত্বের ধারণা
  • দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ
  • লোকসভার স্পিকার
  • প্রধানমন্ত্রী
  • রাষ্ট্রপতি
  • শক্তিশালী নিম্ন কক্ষ
আমেরিকা যুক্তরাষ্ট্র
  • প্রস্তাবনা
  • মৌলিক অধিকার
  • বিচার ব্যবস্থার স্বাধীনতা
  • সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট এর বিচারপতিদের অপসারণ পদ্ধতি
  • রাজ্যসভার চেয়ারম্যান রূপে উপরাষ্ট্রপতি
  • অঙ্গ রাজ্যের শাসন ব্যবস্থা
সুইডেন
  • লোকপাল বিল
দক্ষিণ আফ্রিকা
  • সংবিধান সংশোধন পদ্ধতি
অস্ট্রেলিয়া
  • যুগ্ম তালিকা
  • প্রস্তাবনা
  • যৌথ অধিবেশন
জার্মানি
  • জরুরী অবস্থা
  • জরুরী অবস্থা চলাকালীন মৌলিক অধিকার রদ
জাপান
  • সুপ্রিমকোর্টের কার্য পরিচালনার নিয়মাবলী 
কানাডা
  • যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা
  • শক্তিশালী কেন্দ্রের উপস্থিতি
সোভিয়েত রাশিয়া
  • মৌলিক কর্তব্য
  • পঞ্চবার্ষিকী পরিকল্পনা
  • ন্যায় বিচার
আয়ারল্যান্ড
  • রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্বারা মনোনীত সদস্য
  • রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি
  • রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি
ভারত শাসন আইন, ১৯৩৫
  • যুক্তরাষ্ট্রীয় কাঠামো
  • যুক্তরাষ্ট্রীয় বিচার ব্যবস্থা
  • রাজ্যপাল

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details ::
PDF Name : Sources of Indian Constitution
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment