বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ PDF | Types of Mountains
বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ PDF, যেটির মধ্যে বিভিন্ন শ্রেণির পর্বত ও তাদের উদাহরণ এর একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরি না করে পোস্টটি দেখে নিন এবং নীচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন, কারণ পিডিএফ ফাইলটির মধ্যে আরো বিস্তারিতভাবে দেওয়া আছে।
বিভিন্ন শ্রেণির পর্বতের উদাহরণ
❏ নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণঃ
এশিয়ার হিমালয়, দক্ষিণ আমেরিকার আন্দিজ, উত্তর আমেরিকার রকি, ইউরোপের আল্পস প্রভৃতি।
❏ পরিণত ভঙ্গিল পর্বতের উদাহরণঃ
পেন্নাইন, মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাপালেশিয়ান, দক্ষিণ আফ্রিকার কেপ প্রভৃতি।
❏ প্রাচীন ভঙ্গিল পর্বতের উদাহরণঃ
ভারতের আরাবল্লী ও মহাদেও, রাশিয়ার সায়ন ও স্তানোভাই প্রভৃতি।
❏ স্তূপ পর্বতের উদাহরণঃ
ভারতের সাতপুরা, পূর্ব আফ্রিকার গ্রস্থ উপত্যকা, জার্মানির ব্ল্যাক ফরেস্ট প্রভৃতি।
❏ আগ্নেয় পর্বতের উদাহরণঃ
জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপের মওনালোয়ো, ভারতের ব্যারেন ও নারকোন্ডাম, ইতালির ভিসুভিসায়, ফিলিপাইনের মাউন্ট মায়ন প্রভৃতি।
❏ ক্ষয়জাত পর্বতের উদাহরণঃ
ভারতের নীলগিরি, পরেশনাথ, পূর্বঘাট, পশ্চিমঘাট, শুশুনিয়া প্রভৃতি।
পোস্টটির বিস্তারিত পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details ::
PDF Name : Types of Mountains
Language : Bengali
Size : 0.3 mb
Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment