Breaking






Tuesday, June 14, 2022

ভাষা কাকে বলে ? | ভাষার সংজ্ঞা

ভাষা কাকে বলে | ভাষার সংজ্ঞা || বাংলা ব্যাকরণ

ভাষা কাকে বলে | ভাষার সংজ্ঞা
ভাষা কাকে বলে | ভাষার সংজ্ঞা
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের কাছে ভাষা কাকে বলে ? বা ভাষার সংজ্ঞা দাও -এই প্রশ্নের উত্তরটি শেয়ার করলাম। নীচে বিভিন্ন ভাবে ভাষার কতকগুলি সংজ্ঞা দিলাম। আপনাদের যেটা সহজ বলে মনে হবে, সেটা মুখস্থ করে নিতে পারেন।

■ ভাষা কাকে বলে ?
মনোভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা সম্পাদিত, কোনও বিশিষ্ট জনসমাজে প্রচলিত, প্রয়োজনমতো বাক্যে প্রযুক্ত হবার উপযোগী শব্দসমষ্টিকে ভাষা বলে।

■ ভাষার সংজ্ঞা দাও।
মানুষের উচ্চারিত অর্থযুক্ত ধ্বনিসমষ্টিকেই এককথায় ভাষা বলা যেতে পারে। ভাব বিনিময় কিংবা ভাবপ্রকাশের মাধ্যমগুলির মধ্যে ভাষাই হল একমাত্র অন্যতম উপায়।

■ ভাষা কি ?
মানুষের বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত বিশেষ অর্থযুক্ত ধ্বনিসমষ্টিকে ভাষা বলা হয়।

বিভিন্ন ভাষাতাত্ত্বিকদের মতে ভাষার সংজ্ঞা ::

ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে, 
মনের ভাব প্রকাশের জন্য বাগযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনির দ্বারা নিষ্পন্ন শব্দসমষ্টিকে ভাষা বলে।

ড. সুকুমার সেনের মতে,
মানুষের উচ্চারিত অর্থবহ, বহুজনবোধ্য ধ্বনি সমষ্টিই ভাষা।

ম্যাক্সমুলারের মতে,
ভাষা হল চিন্তার প্রতীক।

No comments:

Post a Comment