Breaking






Tuesday, June 1, 2021

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন || Indian Space Research Organisation

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন
ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন সম্পর্কিত প্রাথমিক তথ্য, যার মাধ্যমে আপনারা ইসরো সম্পর্কে সাধারণ তথ্য সম্বন্ধে অবগত হতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে আজকের নোটটি দেখে নিন। 

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন

■ ১৯৬২ সালে স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তাঁর ঘনিষ্ঠ বিজ্ঞানী বিক্রম সারাভাই কর্তৃক প্রতিষ্ঠিত পূর্বকালীন ইন্ডিয়ান ন্যাশনাল কমিটি ফর স্পেস রিসার্চ (INCOSPAR) কে রঞ্জিত করে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশন (ISRO)। 

■ ভারতীয় মহাকাশ সংক্রান্ত কার্যক্রমের জনক বিক্রম সারাভাই এর দর্শন দ্বারা ভারতীয় মহাকাশ সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। 

■ মহাকাশ সংক্রান্ত দপ্তর কর্তৃক এটি নিয়ন্ত্রিত হয়।  এটির প্রতিবেদন ভারতের প্রধানমন্ত্রীকে বিবৃত করা হয়। 

■ ইসরো (ISRO) নির্মিত ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট ১৯শে এপ্রিল ১৯৭৫ সালে সোভিয়েত ইউনিয়ন কর্তৃক প্রেরিত হয়। 

■ ১৯৮০ সালে ভারতে নির্মিত ও প্রেরিত যান SLV –ওর মাধ্যমে উপগ্রহ রোহিণীকে প্রথম তার কক্ষপথে স্থাপিত করা হয়। 

■ ইসরো (ISRO) –র পূর্বতন চেয়ারম্যান এবং মহাকাশ বিজ্ঞানী প্রোফেসর উদুপি রামাচন্দ্র রাও প্রথম ভারতীয় যিনি ইন্টারন্যাশনাল অ্যাসট্রোনটিক্যাল ফেডারেশন (IAF) –র ‘হল অফ ফেম’ এ অভিষিক্ত হন। 

(IAF) ‘হল অফ ফেম’ এটি বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবনী বিষয়ক তথ্যাদি উদ্ধৃতি এবং  IAF –র সংশ্লিষ্ট বিশেষ ফোটো সমন্বিত ওয়েব কর্তৃক গঠিত স্থায়ী গ্যালারি। 

■ বর্তমানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশনের চেয়ারম্যান কৈলাসাভা দিভু সিভান।  

■ ইসরোর তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রঃ 
ক. বিক্রম সারাভাই স্পেস সেন্টার 
খ. লিক্যুইড প্রোপালশন সিস্টেমস সেন্টার 
গ. সতীশ ধাওয়ান স্পেস সেন্টার 

■ ইসরোর (ISRO) সদর দপ্তর অবস্থিত বেঙ্গালুরুতে।  

■ ইসরোর অধ্যক্ষগণঃ 

◆ বিক্রম সারাভাই  
কার্যকালের আরম্ভঃ ১৯৬৩  
কার্যকাল শেষঃ ১৯৭২  

◆ এম. জি. কে. মেনন  
কার্যকালের আরম্ভঃ জানুয়ারি ১৯৭২  
কার্যকাল শেষঃ সেপ্টেম্বর ১৯৭২  

◆ সতীশ ধাওয়ান  
কার্যকালের আরম্ভঃ ১৯৭২  
কার্যকাল শেষঃ ১৯৮৪

◆ ইউ. আর. রাও  
কার্যকালের আরম্ভঃ ১৯৮৪  
কার্যকাল শেষঃ ১৯৯৪  

◆ কে. কস্তুরিরংগন  
কার্যকালের আরম্ভঃ ১৯৯৪  
কার্যকাল শেষঃ ২৭ আগস্ট ২০০৩
  
◆ জি. মাধবন নায়ার  
কার্যকালের আরম্ভঃ সেপ্টেম্বর ২০০৩  
কার্যকাল শেষঃ ২৯ অক্টোবর ২০০৯

◆ কে. রাধাকৃষ্ণণ  
কার্যকালের আরম্ভঃ ৩০ অক্টোবর ২০০৯  
কার্যকাল শেষঃ ৩১ ডিসেম্বর ২০১৪  

◆ শৈলেস নায়ক  
কার্যকালের আরম্ভঃ ১ জানুয়ারি ২০১৫  
কার্যকাল শেষঃ ১২ জানুয়ারি ২০১৫  

◆ এ. এস. কিরণ কুমার  
কার্যকালের আরম্ভঃ ১৪ জানুয়ারি ২০১৫  
কার্যকাল শেষঃ ১৪ জানুয়ারি ২০১৮  

◆ কে. সিভান  
কার্যকালের আরম্ভঃ ১৫ জানুয়ারি ২০১৮  
কার্যকাল শেষঃ বর্তমান

No comments:

Post a Comment