Breaking






Monday, June 14, 2021

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য | Prime Minister of India

ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য
ভারতের প্রধানমন্ত্রী
Supriyo Bondhura,
বিভিন্ন পরীক্ষায় প্রধানমন্ত্রীর নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, ক্ষমতা ও কার্যাবলী প্রভৃতি বিষয় থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কিত তথ্য।

যার মধ্যে প্রধানমন্ত্রীর নির্বাচন, যোগ্যতা, কার্যকাল, ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া আছে এবং তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর তালিকাটিও দেওয়া আছে। 

ভারতের প্রধানমন্ত্রী

■ নির্বাচনঃ 

সংবিধানে প্রধানমন্ত্রীর নিয়োগ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করা নেই, তবে ৭৫(১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন এবং প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি অন্যান্য মন্ত্রীদের নিযুক্ত করবেন। বর্তমানে লোকসভার সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করেন, তবে রাষ্ট্রপতি কোনো কোনো ক্ষেত্রে রাজ্যসভার সদস্যকেও প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন।

■ যোগ্যতাঃ 

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
গ. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ঘোষিত ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।

■ কার্যকাল ও অপসারণঃ 

রাষ্ট্রপতি ৫ বছরের জন্য প্রধানমন্ত্রীকে নিয়োগ করতে পারেন। তবে কোনো কোনো ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার পূর্বেই তিনি অপসারিত হতে পারেন। 

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

ক. লোকসভার সংখ্যা গরিষ্ঠ দল বা জোটের নেতা হিসাবে প্রধানমন্ত্রী তার মন্ত্রীসভা গঠন করেন। 
খ. লোকসভার কার্যক্রম তিনি স্থির করেন।
গ. লোকসভার অধিবেশন আহ্বান, কার্যকাল বিষয়বস্তু সম্পর্কে প্রধানমন্ত্রী নিজে সিদ্ধান্ত নেন। 
ঘ. সংসদে বিরোধী দলগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলেন।
ঙ. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রীসভার অন্যান্য সদস্যদের নিয়োগ করেন।
চ. মন্ত্রীসভার পুনর্গঠন, দপ্তরবণ্টন প্রভৃতি ক্ষেত্রে তিনি প্রভূত ক্ষমতা দেখান।
ছ. প্রধানমন্ত্রী হলেন রাষ্ট্রপতির প্রধান পরামর্শদাতা।
জ. পররাষ্ট্র নীতির প্রধান রূপকার হিসাবে তিনি আন্তর্জাতিক রাজনীতিতে সদর্থক ভূমিকা পালন করেন। 

■ ভারতের প্রধানমন্ত্রীর তালিকাঃ

● জওহরলাল নেহেরু
সময়কালঃ ১৫ অগাস্ট ১৯৪৭ - ২৭ মে ১৯৬৪

● গুলজারি লাল নান্দা 
সময়কালঃ ২৭ মে ১৯৬৪ - ৯ জুন ১৯৬৪

● লাল বাহাদুর শাস্ত্রী
সময়কালঃ ৯ জুন ১৯৬৪ - ১১ জুন ১৯৬৬ 

● গুলজারি লাল নান্দা 
সময়কালঃ ১১ জানুয়ারি ১৯৬৬ - ২৪ জানুয়ারি ১৯৬৬

● ইন্দিরা গান্ধী
সময়কালঃ ২৪ জানুয়ারী ১৯৬৬ - ২৪ মার্চ ১৯৭৭ 

● মোরারজী দেশাই 
সময়কালঃ ২৪ মার্চ ১৯৭৭ – ২৮ - ১৯৭৯ 

● চরণ সিং 
সময়কালঃ ২৮ জুলাই ১৯৭৯ – ১৪ জানুয়ারী ১৯৮০

● ইন্দিরা গান্ধী 
সময়কালঃ ১৪ জানুয়ারি ১৯৮০ – ৩১ অক্টোবর ১৯৮৪

● রাজীব গান্ধী 
সময়কালঃ ৩১ অক্টোবর ১৯৮৪ – ২ ডিসেম্বর ১৯৮৯

● বিশ্বনাথ প্রতাপ সিং 
সময়কালঃ ২ ডিসেম্বর ১৯৮৯ – ১০ নভেম্বর ১৯৯০ 

● চন্দ্র শেখর 
সময়কালঃ ১০ নভেম্বর ১৯৯০ – ২১ জুন ১৯৯১ 

● পি ভি নরসিমা রাও 
সময়কালঃ ২১ জুন ১৯৯১ – ১৬ মে ১৯৯৬ 

● অটল বিহারী বাজপেয়ী
সময়কালঃ ১৬ মে ১৯৯৬ – ১ জুন ১৯৯৬ 

● এইচ ডি দেবে গয়ড়া 
সময়কালঃ ১ জুন ১৯৯৬ – ২১ এপ্রিল ১৯৯৭ 

● ইন্দর কুমার গুজরাল
সময়কালঃ ২১ এপ্রিল ১৯৯৭ – ১৯ মে ১৯৯৮

● অটল বিহারী বাজপেয়ী 
সময়কালঃ ১৯ মার্চ ১৯৯৮ – ২২ মে ২০০৪ 

● মনমোহন সিংহ
সময়কালঃ ২২ মে ২০০৪ – ২৬ মে ২০১৪ 

● নরেন্দ্র মোদী 
সময়কালঃ ২৬ মে ২০১৪ – বর্তমান

1 comment: