Breaking






Wednesday, June 16, 2021

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য | Chief minister of India

ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য
ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য

Supriyo Bondhura,
বিভিন্ন চাকরির পরীক্ষায় ভারতের মুখ্যমন্ত্রী পদের নিযুক্তি, যোগ্যতা, কার্যকাল ও ক্ষমতা থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে, আর আপনারা যাতে ওই সকল প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারেন তাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতের মুখ্যমন্ত্রী পদ সম্পর্কিত তথ্য। 

ভারতের মুখ্যমন্ত্রী 


■ নিযুক্তিঃ

সংবিধানে নিয়োগ সংক্রান্ত বিস্তৃত উল্লেখ না থাকলেও ১৬৪(১) নং ধারা অনুযায়ী রাজ্যপাল বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে মুখ্যমন্ত্রী হিসাবে নিযুক্ত করতে পারেন। 

■ যোগ্যতাঃ

ক. ভারতীয় নাগরিক হতে হবে।
খ. কমপক্ষে ২৫ বছর বয়স হতে হবে।
গ. আদালত কর্তৃক বিকৃত মস্তিষ্ক বা দেউলিয়া বলে ব্যক্তি অথবা সরকারের অধীন লাভজনক পদে অধিষ্ঠিত ব্যক্তি এই পদে নির্বাচিত হতে পারবেন না।

■ কার্যকাল ও অপসারণঃ

সাধারণত ৫ বছরের জন্য নির্বাচিত হন। তবে কার্যকাল শেষ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে পারেন।

■ ক্ষমতা ও কার্যাবলীঃ

ক. রাজ্যপালের প্রধান পরামর্শদাতা হিসাবে তিনি কাজ করেন।
খ. বিধানসভার প্রধান নেতা হিসাবে অধিবেশন আহ্বান, স্থগিত, কার্যকাল প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে পরামর্শ দিয়ে থাকেন। 
গ. বিধানসভায় বিরোধী দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেন। 
ঘ. মুখ্যমন্ত্রী হলেন ক্যাবিনেট তোরণের মূল প্রস্তর। তিনি মন্ত্রীসভার দপ্তর বণ্টন বিষয়ে স্বাধীনতা ভোগ করেন। 

■ পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীঃ প্রফুল্ল চন্দ্র ঘোষ। 

■ পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়। 

No comments:

Post a Comment