Breaking






Thursday, June 24, 2021

ভিটামিন ও তাদের রাসায়নিক নাম

ভিটামিন ও তাদের রাসায়নিক নাম | Vitamins and Their Chemical Names

ভিটামিন ও তাদের রাসায়নিক নাম
ভিটামিন ও তাদের রাসায়নিক নাম
সুপ্রিয় বন্ধুরা,
যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে ভিটামিন থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তার মধ্যে বিভিন্ন ভিটামিন ও তাদের রাসায়নিক নাম একটি উল্লেখযোগ্য বিষয়।

তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টটিতে বিভিন্ন ভিটামিন ও তাদের রাসায়নিক নামের তালিকাটি আলোচনা করলাম - 

ভিটামিন রাসায়নিক নাম
ভিটামিন A রেটিনল
ভিটামিন B1 থিয়ামিন বা অ্যানিউরিন
ভিটামিন B2 রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন
ভিটামিন B3 নিয়াসিন
ভিটামিন B5 প্যান্টোথেনিক অ্যাসিড
ভিটামিন B6 পাইরিডক্সিন
ভিটামিন B7 বায়োটিন
ভিটামিন B9 ফলিক অ্যাসিড
ভিটামিন B12 সাইনোকোবালামিন
ভিটামিন C অ্যাসকরবিক অ্যাসিড
ভিটামিন D ক্যালসিফেরল
ভিটামিন E টোকোফেরল
ভিটামিন K ফাইলোকুইনন, ন্যাপথোকুইনন

■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ভিটামিন B1 এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ থিয়ামিন।

প্রশ্নঃ ভিটামিন B6 এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ পাইরিডক্সিন। 

প্রশ্নঃ ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উত্তরঃ ভিটামিন D। 

প্রশ্নঃ ভিটামিন E এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ টোকোফেরল। 

প্রশ্নঃ ভিটামিন K এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ ন্যাপথোকুইনন। 

File Details ::
PDF Name : Vitamins and Their Chemical Names
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment