ভিটামিন ও তাদের রাসায়নিক নাম | Vitamins and Their Chemical Names
![]() |
ভিটামিন ও তাদের রাসায়নিক নাম |
সুপ্রিয় বন্ধুরা,
যদি বিগত বছরের প্রশ্নপত্রগুলি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে দেখা যায় যে ভিটামিন থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তার মধ্যে বিভিন্ন ভিটামিন ও তাদের রাসায়নিক নাম একটি উল্লেখযোগ্য বিষয়।
তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টটিতে বিভিন্ন ভিটামিন ও তাদের রাসায়নিক নামের তালিকাটি আলোচনা করলাম -
ভিটামিন | রাসায়নিক নাম |
---|---|
ভিটামিন A | রেটিনল |
ভিটামিন B1 | থিয়ামিন বা অ্যানিউরিন |
ভিটামিন B2 | রাইবোফ্লাভিন বা ল্যাক্টোফ্লাভিন |
ভিটামিন B3 | নিয়াসিন |
ভিটামিন B5 | প্যান্টোথেনিক অ্যাসিড |
ভিটামিন B6 | পাইরিডক্সিন |
ভিটামিন B7 | বায়োটিন |
ভিটামিন B9 | ফলিক অ্যাসিড |
ভিটামিন B12 | সাইনোকোবালামিন |
ভিটামিন C | অ্যাসকরবিক অ্যাসিড |
ভিটামিন D | ক্যালসিফেরল |
ভিটামিন E | টোকোফেরল |
ভিটামিন K | ফাইলোকুইনন, ন্যাপথোকুইনন |
■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ ভিটামিন B1 এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ থিয়ামিন।
প্রশ্নঃ ভিটামিন B6 এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ পাইরিডক্সিন।
প্রশ্নঃ ক্যালসিফেরল কোন ভিটামিনের রাসায়নিক নাম ?
উত্তরঃ ভিটামিন D।
প্রশ্নঃ ভিটামিন E এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ টোকোফেরল।
প্রশ্নঃ ভিটামিন K এর রাসানয়িক নাম কি ?
উত্তরঃ ন্যাপথোকুইনন।
File Details ::
PDF Name : Vitamins and Their Chemical Names
Language : Bengali
Size : 0.1 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment