Breaking






Friday, July 2, 2021

বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম | কোন ব্যক্তি কি নামে পরিচিত

বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম | Bivinno Bektir Porichito Nam | PDF

বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম
বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন বিখ্যাত ব্যক্তি কি নামে পরিচিত টপিকটি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন ব্যক্তির পরিচিত নামের তালিকাটি আলোচনা করলাম। 

সুতরাং দেরি না করে বিভিন্ন ব্যক্তি ও তাদের পরিচিত নামের তালিকাটি ভালো করে দেখে নিন এবং তালিকাটির নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন - 

ব্যক্তিপরিচিত নাম
সুভাষ চন্দ্র বসু নেতাজি
বিবেকানন্দ স্বামীজি
লাল বাহাদুর শাস্ত্রী শান্তির মানুষ
সর্দার বল্লভ ভাই প্যাটেল লৌহ মানব
মহাত্মা গান্ধী বাপু, জাতির জনক
জওহরলাল নেহেরু চাচাজি
ইন্দিরা গান্ধী লৌহ মানবী
মদন মোহন মালব্য মহামান্য
রাজেন্দ্র প্রসাদ দেশরত্ন
জি. ভি. যোশী কাকা সাহেব
চিত্তরঞ্জন দাশ দেশবন্ধু
জগজীবন রাম বাবুজি
খান আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী, বাদশা খান
বাল্মীকি আদি কবি
রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, গুরুদেব
জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক
এর্ভিন রমেলমরুভূমির শৃগাল
চক্রবর্তী রাজা গোপালাচারী রাজাজি 
টিপু সুলতান মহীশুরের বাঘ
শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু
আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ, বেঙ্গল কেশরী
লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী
শ্রীকৃষ্ণ সিং বিহার কেশরী
অম্বিকা গিরি আসাম কেশরী
টি. প্রকাশম অন্ধ্র কেশরী
যতীন্দ্রমোহন সেনগুপ্ত দেশপ্রিয়
শেখ আবদুল্লাহ শের-ই-কাশ্মীর
দাদাভাই নৌরজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান
ভগৎ সিং শহীদ-ই-আজম
মাদাম কামা ভারতের বিপ্লববাদের জননী
সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান
জয়নাল আবেদীন কাশ্মীরের আকবর
সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল
বি. আর. আম্বেদকর ভারতীয় সংবিধানের পিতা
দাদা সাহেব ফালকে ভারতীয় সিনেমার পিতা
এ. পি. জে. আব্দুল কালাম মিসাইল ম্যান অফ ইন্ডিয়া
শচীন তেন্ডুলকর লিটল মাস্টার
কপিল দেব হরিয়ানা হ্যারিকেন
মিল্কা সিং উড়ন্ত শিখ
ধ্যানচাঁদ হকির জাদুকর
পি. টি. ঊষা উড়ন্ত পরী
লতা মঙ্গেশকর স্বর কোকিলা
কর্পূরী ঠাকুর জননায়ক
আবিদা বানু বি আম্মা
নেপোলিয়ন বোনাপার্ট ম্যান অফ ডেস্টিনি
মুহম্মদ বিন তুঘলক পাগলা রাজা
আমীর খসরু ভারতের তোতাপাখি
মহাকবি কালিদাস ভারতের শেক্সপিয়ার 
চাণক্য ভারতের মেকিয়াভেলি

■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ভারতের কোন বিখ্যাত ব্যক্তিকে ​শান্তির মানুষ  বলে ডাকা হত ?
উত্তরঃ লাল বাহাদুর শাস্ত্রী। 

প্রশ্নঃ উড়ন্ত শিখ কাকে বলা হয় ?
উত্তরঃ মিল্কা সিং। 

প্রশ্নঃ ভারতের তোতাপাখি নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ আমীর খসরু। 

প্রশ্নঃ কাশ্মীরের আকবর কাকে বলা হত ?
উত্তরঃ জয়নাল আবেদীন। 

প্রশ্নঃ ভারতের বিপ্লববাদের জননী কাকে বলা হয় ?
উত্তরঃ মাদাম কামা।

File Details ::
PDF Name : বিভিন্ন ব্যক্তির পরিচিত নাম
Language : Bengali
Size : 0.3 mb 
Pages : 03
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment