Breaking






Wednesday, June 30, 2021

ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদক

ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদক | List of Newspapers During British India | PDF

ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদক
ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদক
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় সংবাদপত্র ও সম্পাদক টপিকটি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে ব্রিটিশ ভারতের তথা ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদকের তালিকাটি আলোচনা করলাম। 

সুতরাং দেরি না করে ঐতিহাসিক সংবাদপত্র ও তার সম্পাদক তালিকাটি ভালো করে দেখে নিন এবং তালিকাটির নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন - 

সংবাদপত্রসম্পাদক/প্রতিষ্ঠাতা
তত্ত্ববোধিনী অক্ষয় কুমার দত্ত 
অমৃতবাজার শিশির কুমার ঘোষ ও মোতিলাল ঘোষ
সংবাদ প্রভাকর ঈশ্বরচন্দ্র গুপ্ত 
সংবাদ ভাস্করঈশ্বরচন্দ্র গুপ্ত
বেঙ্গল গেজেট জেমস অগাস্টাস হিকি
যুগান্তর ভূপেন্দ্রনাথ দত্ত ও বারীন্দ্র কুমার ঘোষ
সুলভ সমাচার কেশবচন্দ্র সেন 
সম্বাদ কৌমুদী রাজা রামমোহন রায় 
কেশরী বাল গঙ্গাধর তিলক
সঞ্জীবনী কৃষ্ণকুমার মিত্র
আল-হিলাল  আবুল কালাম আজাদ
ইন্ডিয়ান সোশিওলজিস্ট শ্যামজী কৃষ্ণবর্মা 
সন্ধ্যাব্রহ্মবান্ধব উপাধ্যায়
ইন্ডিপেন্ডেন্ট মোতিলাল নেহেরু 
সমাচার চন্দ্রিকা ভবাণীচরণ বন্দ্যোপাধ্যায়
কমরেড মহম্মদ আলী জিন্নাহ 
দ্য বেঙ্গলি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 
দিগদর্শন জন ক্লার্ক মার্শম্যান
সমাচার দর্পণ জন ক্লার্ক মার্শম্যান
বন্দেমাতরম বিদেশে মাদাম কামা, দেশে অরবিন্দ ঘোষ
রস্ত গফতার  দাদাভাই নৌরজি
তেহজিব-উল-আখলাক সৈয়দ আহমেদ খান
পাঞ্জাব পিপলস লালা লাজপত রায়
ভারতী দ্বিজেন্দ্রনাথ ঠাকুর
সন্দেশ সুকুমার রায়
সবুজপত্র প্রমথ চৌধুরী 
ধূমকেতু কাজী নজরুল ইসলাম
দৈনিক নবযুগ কাজী নজরুল ইসলাম
আর্যদর্শন যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ
ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর
হিন্দু পেট্রিয়ট গিরিশচন্দ্র ঘোষ, পরবর্তীকালে হরিশচন্দ্র মুখোপাধ্যায় 
উদ্বোধন স্বামী বিবেকানন্দ
হিন্দুস্থান দৈনিক মদন মোহন মালব্য
প্রতাপ গণেশ শংকর বিদ্যার্থী 
ফ্রি হিন্দুস্থান তারকনাথ দাস
হরিজন গান্ধিজি 
নব জীবন গান্ধিজি
ইয়ং ইন্ডিয়া গান্ধিজি ও ইন্দুলাল য়াগ্নিক
নিউ ইন্ডিয়া অ্যানি বেসান্ত 
ইন্ডিয়ান মিরর দেবেন্দ্রনাথ ঠাকুর, পরবর্তীকালে কেশবচন্দ্র সেন 
বঙ্গদর্শন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
দ্য স্টেটসম্যান রবার্ট নাইট 
বঙ্গভাষী যোগেন্দ্রনাথ বোস
স্বদেশমিত্রম জি.এস. আইয়ার

■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ অক্ষয় কুমার দত্ত। 

প্রশ্নঃ সুলভ সমাচার পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ কেশবচন্দ্র সেন। 

প্রশ্নঃ দিগদর্শন পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ জন ক্লার্ক মার্শম্যান। 

প্রশ্নঃ সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত। 

প্রশ্নঃ দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উত্তরঃ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

File Details ::
PDF Name : List of Newspapers During British India
Language : Bengali
Size : 0.3 mb 
Pages : 03
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment