Breaking






Monday, July 19, 2021

বিভিন্ন খেলার জন্মস্থান | কোন দেশে কোন খেলার জন্ম

বিভিন্ন খেলার জন্মস্থান | কোন দেশে কোন খেলার জন্ম

বিভিন্ন খেলার জন্মস্থান | কোন দেশে কোন খেলার জন্ম
বিভিন্ন খেলার জন্মস্থান
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষায় কোন দেশে কোন খেলার জন্ম এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন খেলার জন্মস্থানের তালিকাটি PDF সহ আলোচনা করলাম।

সুতরাং আপনারা দেরি না করে তালিকাটি খুব ভাল করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে বিভিন্ন খেলার জন্মস্থান PDF টি ডাউনলোড করে নিন।

খেলাজন্মস্থান
কবাডি ভারত
দাবা ভারত
ব্যাডমিন্টন ভারত
স্নুকার ভারত
বিলিয়ার্ডস ভারত
ভলিবল মার্কিন যুক্তরাষ্ট্র
বাস্কেটবল মার্কিন যুক্তরাষ্ট্র
বেসবল মার্কিন যুক্তরাষ্ট্র
ক্রিকেট ইংল্যান্ড
হকি ইংল্যান্ড
টেনিস ইংল্যান্ড
টেবিল টেনিস ইংল্যান্ড
ওয়াটার পোলো ইংল্যান্ড
জুডো জাপান
সুমো জাপান
পোলো ইরান
হ্যান্ডবল ডেনমার্ক
গল্ফ স্কটল্যান্ড
শট-পাট স্কটল্যান্ড
হাইজ্যাম্প স্কটল্যান্ড
হার্লিং আয়ারল্যান্ড
পিচ অ্যান্ড পুট আয়ারল্যান্ড
স্পীড স্কেটিং নেদারল্যান্ড
ফ্রিসিয়ান হ্যান্ড বল নেদারল্যান্ড
ইয়াচিং নেদারল্যান্ড
র‍্যাকেটলন ফিনল্যান্ড
বুল ফাইটিং স্পেন 
ফুটভলি ব্রাজিল 
স্কেলিটন গেম  সুইজারল্যান্ড 
বিচ টেনিস ইতালি 
জোকগু সাউথ কোরিয়া
জোর্কিবল ফ্রান্স
ডিস্ক গল্ফ কানাডা
আইস হকি কানাডা
বক্সিং রোম
ফুটবল ইংল্যান্ড/চীন

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ দাবা খেলার উৎপত্তি কোন দেশে ?
উত্তরঃ ভারত।

প্রশ্নঃ ক্রিকেট খেলার জন্ম কোথায় ?
উত্তরঃ ইংল্যান্ড।

প্রশ্নঃ হকি খেলার জন্ম কোন দেশে ?
উত্তরঃ ইংল্যান্ড।

প্রশ্নঃ ফুটবল খেলার জন্ম কোথায় ?
উত্তরঃ ইংল্যান্ড/চীন।

প্রশ্নঃ ভলিবল খেলার উৎপত্তি কোথায় ?
উত্তরঃ আমেরিকায়।

File Details ::
PDF Name : Bivinno Khelar Jonmosthan
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment