বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম
![]() |
বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম |
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম এই টপিকটি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন স্থানের পরিবর্তিত নামের তালিকাটি PDF সহ আলোচনা করলাম।
পূর্বনাম | বর্তমান নাম |
---|---|
পুণা | পুনে |
সিমলা | সিমলা |
মাদ্রাজ | চেন্নাই |
পণ্ডিচেরী | পুদুচেরি |
বোম্বে | মুম্বাই |
জুব্বুলপুর | জবলপুর |
কোচিন | কোচি |
কাউনপুর | কানপুর |
ক্যালকাটা | কলকাতা |
ব্যাঙ্গালোর | বেঙ্গালুরু |
মহীশূর | মহীশূরু |
কালিকট | কোঝিকোড় |
তাঞ্জোর | তাঞ্জাভুর |
বেনারস | বারানসী |
ফৈজাবাদ | অযোধ্যা |
পাটলিপুত্র | পাটনা |
এলাহাবাদ | প্রয়াগরাজ |
ওয়ালটেয়ার | বিশাখাপত্তনম |
পাঞ্জিম | পানাজি |
ত্রিচুর | ত্রিসুর |
ত্রিচিনাপোলি | তিরুচিরাপল্লী |
হুবলি | হুব্বালি |
বরোদা | ভাদোদরা |
বেল্লারি | বাল্লারি |
গৌহাটি | গুয়াহাটি |
মেওয়াট | নুহ |
ত্রিবান্দ্রম | তিরুবনন্তপুরম |
নিউ রায়পুর | অটলনগর |
ম্যাঙ্গালোর | ম্যাঙ্গালুরু |
তুমকুর | তুমাকারু |
গুলবর্গা | কালাবুরাগি |
বীজাপুর | ভিজাপুরা |
গুরগাঁও | গুরুগ্রাম |
আল্লেপি | আলাপ্পুঝা |
বেলগাম | বেলাগাভি |
চিকামাগালুর | চিক্কামাগালুরু |
হোসাপেতে | হোসপেত |
শিমোগা | শিবমোগ্গা |
রাজামুন্দ্রি | রাজামহেন্দ্রভারাম |
কুড্ডাপাহ | কাডাপা |
■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ কালিকট বন্দরের বর্তমান নাম কি ?
উত্তরঃ কোঝিকোড় [Kozhikode]।
প্রশ্নঃ চেন্নাই শহরের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ মাদ্রাজ।
প্রশ্নঃ ফৈজাবাদ শহরের বর্তমান নাম কি ?
উত্তরঃ অযোধ্যা।
প্রশ্নঃ এলাহাবাদ শহরটির বর্তমান নাম কি ?
উত্তরঃ প্রয়াগরাজ।
প্রশ্নঃ মুম্বাই শহরের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ বোম্বে।
File Details ::
PDF Name : বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম
Language : Bengali
Size : 0.2 mb
Pages : 03
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment