Breaking






Thursday, July 15, 2021

বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম

বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম

বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম
বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম | বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় বিভিন্ন স্থানের পূর্ব নাম ও বর্তমান নাম এই টপিকটি থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন স্থানের পরিবর্তিত নামের তালিকাটি PDF সহ আলোচনা করলাম। 

পূর্বনাম বর্তমান নাম
পুণা পুনে
সিমলা সিমলা
মাদ্রাজ চেন্নাই
পণ্ডিচেরী পুদুচেরি
বোম্বে মুম্বাই
জুব্বুলপুর জবলপুর
কোচিন কোচি
কাউনপুর কানপুর
ক্যালকাটা কলকাতা
ব্যাঙ্গালোর বেঙ্গালুরু
মহীশূর মহীশূরু
কালিকট কোঝিকোড়
তাঞ্জোর তাঞ্জাভুর
বেনারস বারানসী
ফৈজাবাদ অযোধ্যা
পাটলিপুত্র পাটনা
এলাহাবাদ প্রয়াগরাজ
ওয়ালটেয়ার বিশাখাপত্তনম
পাঞ্জিম পানাজি
ত্রিচুর ত্রিসুর
ত্রিচিনাপোলি তিরুচিরাপল্লী
হুবলি হুব্বালি
বরোদা ভাদোদরা
বেল্লারি বাল্লারি
গৌহাটি গুয়াহাটি
মেওয়াট নুহ
ত্রিবান্দ্রম তিরুবনন্তপুরম
নিউ রায়পুর অটলনগর
ম্যাঙ্গালোর ম্যাঙ্গালুরু
তুমকুর তুমাকারু
গুলবর্গা কালাবুরাগি
বীজাপুরভিজাপুরা
গুরগাঁও গুরুগ্রাম
আল্লেপি আলাপ্পুঝা
বেলগাম বেলাগাভি
চিকামাগালুর চিক্কামাগালুরু
হোসাপেতে হোসপেত
শিমোগা শিবমোগ্গা
রাজামুন্দ্রি রাজামহেন্দ্রভারাম
কুড্ডাপাহ কাডাপা

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ 

প্রশ্নঃ কালিকট বন্দরের বর্তমান নাম কি ?
উত্তরঃ কোঝিকোড় [Kozhikode]।

প্রশ্নঃ চেন্নাই শহরের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ মাদ্রাজ।

প্রশ্নঃ ফৈজাবাদ শহরের বর্তমান নাম কি ?
উত্তরঃ অযোধ্যা। 

প্রশ্নঃ এলাহাবাদ শহরটির বর্তমান নাম কি ?
উত্তরঃ প্রয়াগরাজ।

প্রশ্নঃ মুম্বাই শহরের পূর্বনাম কি ছিল ?
উত্তরঃ বোম্বে।

File Details ::
PDF Name : বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম 
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 03
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment