ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন ও সাল PDF | Rules and Acts in British India Bengali PDF
![]() |
ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন ও সাল PDF |
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষায় ব্রিটিশ ভারতের আইন এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন ও সাল তালিকাটি PDF সহ আলোচনা করলাম।
সুতরাং আপনারা দেরি না করে তালিকাটি খুব ভাল করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে ব্রিটিশ ভারতের উল্লেখযোগ্য আইন ও সাল PDF টি ডাউনলোড করে নিন।
আইন | সাল |
---|---|
রেগুলেটিং আইন | ১৭৭৩ |
পিটের ভারত আইন | ১৭৮৪ |
চার্টার আইন | ১৭৯৩ |
চার্টার আইন | ১৮১৩ |
সতীদাহ নিবারণ আইন | ১৮২৯ |
চার্টার আইন | ১৮৩৩ |
চার্টার আইন | ১৮৫৩ |
হিন্দু বিধবা বিবাহ আইন | ১৮৫৬ |
ভারত শাসন আইন | ১৮৫৮ |
ভারতীয় কাউন্সিল আইন | ১৮৬১ |
নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন | ১৮৭৬ |
ভার্নাকুলার প্রেস অ্যাক্ট | ১৮৭৮ |
অস্ত্র আইন | ১৮৭৮ |
ফ্যাক্টরি আইন | ১৮৮১ |
ভারতীয় কাউন্সিল আইন | ১৮৯২ |
বিশ্ববিদ্যালয় আইন | ১৯০৪ |
ভারতীয় কাউন্সিল আইন | ১৯০৯ |
ভারত রক্ষা আইন | ১৯১৫ |
ভারতীয় চলচ্চিত্র আইন | ১৯১৮ |
রাওলাট আইন | ১৯১৯ |
ভারত শাসন আইন | ১৯১৯ |
ভারতীয় অরণ্য আইন | ১৯২৭ |
চাইল্ড ম্যারেজ রেস্ট্রেনট অ্যাক্ট | ১৯২৯ |
সেল অফ গুডস অ্যাক্ট | ১৯৩০ |
ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট | ১৯৩২ |
ভারত শাসন আইন | ১৯৩৫ |
দ্য ফরেনারস অ্যাক্ট | ১৯৪৬ |
ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট | ১৯৪৭ |
ভারতীয় স্বাধীনতা আইন | ১৯৪৭ |
■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ রেগুলেটিং আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৭৭৩ সালে।
প্রশ্নঃ সতীদাহ নিবারণ আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৮২৯ সালে।
প্রশ্নঃ অভিনয় নিয়ন্ত্রণ আইন বা নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কবে পাশ হয় ?
উত্তরঃ ১৮৭৬ সালে।
প্রশ্নঃ রাওলাট আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৯১৯ সালে।
প্রশ্নঃ ভারত শাসন আইন কবে পাস হয় ?
উত্তরঃ ১৯৩৫ সালে।
File Details ::
PDF Name : Rules and Acts in British India
Language : Bengali
Size : 0.2 mb
Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment