Breaking






Friday, August 6, 2021

বিভিন্ন রাজার উপাধি PDF

বিভিন্ন রাজার উপাধি PDF | Bivinno Rajar Upadhi

বিভিন্ন রাজার উপাধি PDF
বিভিন্ন রাজার উপাধি PDF
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন চাকরির পরীক্ষায় বিভিন্ন রাজার উপাধি এই টপিকটি থেকে প্রশ্ন এসে থাকে, আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে বিভিন্ন রাজা ও তাদের উপাধি তালিকাটি PDF সহ আলোচনা করলাম।

সুতরাং দেরি না করে তালিকাটি খুব ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে বিভিন্ন রাজার উপাধি PDF টি ডাউনলোড করে নিন।

বিভিন্ন রাজার উপাধি

রাজাউপাধি
অশোক প্রিয়দর্শী, দেবনাং প্রিয়
হর্ষবর্ধন শিলাদিত্য, সকলোত্তর পথনাথ
বিম্বিসার শ্রীকি
বিন্দুসার অমিত্রাঘাত
অজাতশত্রু কুনিক
হিউয়েন সাং ভ্রমণকারী রাজদূত
চন্দ্রগুপ্ত মৌর্য  সুন্দরকটাস
দ্বিতীয় চন্দ্রগুপ্ত  বিক্রমাদিত্য, শকারী
মহাপদ্মনন্দ আগ্রা সেন
নরসিংহ বর্মণ ভট্টপিকনদা 
দয়ানন্দ আগ্রেমনসা 
দ্বিতীয় পুলকেশি পরমেশ্বর
প্রথম মহেন্দ্রবর্মণবিচিত্র চিত মাত্তাবিলোপ
অমোঘবর্ষ নিরপুতন
কনিষ্ক দ্বিতীয় অশোক
সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান

■ গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ প্রিয়দর্শী নামে কে পরিচিত ছিলেন ?
উত্তরঃ অশোক।

প্রশ্নঃ সকলোত্তরপথনাথ কাকে বলা হয় ?
উত্তরঃ হর্ষবর্ধন। 

প্রশ্নঃ অমিত্রাঘাত কার উপাধি ?
উত্তরঃ বিন্দুসার। 

প্রশ্নঃ শকারি উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

প্রশ্নঃ ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় ?
উত্তরঃ সমুদ্রগুপ্ত।

File Details ::
PDF Name : Bivinno Rajar Upadhi
Language : Bengali
Size : 0.2 mb 
Pages : 02
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment