পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF | Cities and Their Nicknames in West Bengal
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF, যেটির মধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর ও তাদের উপনামের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরি না করে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য নীচ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম PDF টি সংগ্রহ করে নিন।
পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের উপনাম
শহর | উপনাম |
---|---|
আসানসোল | কালো হীরের স্থান |
দার্জিলিং | পাহাড়ের রাণী |
দুর্গাপুর | ভারতের রূঢ় |
কলকাতা | আনন্দের শহর |
কলকাতা | প্রাসাদ নগরী |
কলকাতা | ভারতের সাংস্কৃতিক রাজধানী |
কলকাতা | পূর্ব ভারতের প্রবেশদ্বার |
কলকাতা | মিছিল নগরী |
কলকাতা | ফুটবলের মক্কা |
মালদহ | আমের শহর |
পুরুলিয়া | মানভূম সিটি |
শিলিগুড়ি | ডুয়ার্সের প্রবেশদ্বার |
শিলিগুড়ি | উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার |
হাওড়া | ভারতের গ্লাসগো |
হাওড়া | ভারতের শেফিল্ড |
কার্সিয়াং | সাদা অর্কিডের দেশ |
কালিম্পং | অর্কিডের শহর |
তারকেশ্বর | বাবার ধাম |
ঝাড়গ্রাম | অরণ্যের সুন্দরী |
নবদ্বীপ | বাংলার অক্সফোর্ড |
শ্রীরামপুর | ফেড্রিক নগর |
রাণীগঞ্জ | কয়লার শহর |
মুর্শিদাবাদ | নবাবের শহর |
বর্ধমান | পশ্চিমবঙ্গের ধানের গোলা |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details ::
PDF Name : Cities and Their Nicknames in West Bengal
Language : Bengali
Size : 0.2 mb
Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment