বিভিন্ন শ্রেণির লিভার PDF | Types of Levers in Physics
বিভিন্ন শ্রেণির লিভার PDF | Types of Levers in Physics |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন শ্রেণির লিভার PDF, যেটির মধ্যে বিভিন্ন শ্রেণির লিভারের সংজ্ঞা, প্রকারভেদ ও উদাহরণ খুব সুন্দরভাবে দেওয়া আছে।
সুতরাং দেরি না করে পোস্টটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।
বিভিন্ন শ্রেণির লিভার
■ লিভারের সংজ্ঞাঃ
লিভার হল একটি সরল বা বক্রদণ্ড যার একটি নির্দিষ্ট বিন্দু স্থির থাকে এবং ওই বিন্দুকে কেন্দ্র করে দণ্ডটি ওই বিন্দুর চারদিকে অবাধে ঘুরতে থাকে।
■ আলম্বের সংজ্ঞাঃ
লিভার যে স্থির বিন্দুকে কেন্দ্র করে অবাধে চারদিকে ঘুরতে পারে তাকে আলম্ব বলে।
■ বলবাহুর সংজ্ঞাঃ
আলম্ব থেকে বলের প্রয়োগবিন্দুর দূরত্বকে বলবাহু বলে।
■ রোধবাহুর সংজ্ঞাঃ
আলম্ব থেকে ভারের প্রয়োগবিন্দুর দূরত্বকে রোধবাহু বলে।
■ লিভারের শ্রেণিবিভাগঃ
প্রযুক্ত বল, উত্তোলিত ভার ও আলম্বের অবস্থানের ওপর ভিত্তি করে লিভারকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। যথাঃ
● প্রথম শ্রেণির লিভার
● দ্বিতীয় শ্রেণির লিভার
● তৃতীয় শ্রেণির লিভার
■ প্রথম শ্রেণির লিভারঃ
যে লিভারের আলম্বের একদিকে ভার ও অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে, তাকে প্রথম শ্রেণির লিভার বলে।
প্রথম শ্রেণির লিভার |
● উদাহরণঃ
টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি।
● যান্ত্রিক সুবিধাঃ
প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা ১ এর বেশি, ১ এর কম বা ১ এর সমান তিনটিই হতে পারে।
১ এর বেশি – কাঁচি।
১ এর কম – ঢেঁকি।
১ এর সমান – তুলাযন্ত্র।
■ দ্বিতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে এবং অপর প্রান্তে বল প্রয়োগ করা হয় এবং ভার দুই প্রান্তের মাঝের যে-কোনো বিন্দুতে ক্রিয়া করে, তাকে দ্বিতীয় শ্রেণির লিভার বলে।
দ্বিতীয় শ্রেণির লিভার |
● উদাহরণঃ
নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাঁতি, একচাকার হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি ইত্যাদি।
● যান্ত্রিক সুবিধাঃ
দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর বেশি।
■ তৃতীয় শ্রেণির লিভারঃ
যে লিভারে দণ্ডের এক প্রান্তে আলম্ব থাকে ও অপর প্রান্তে ভার বা বাধা ক্রিয়া করে এবং দুই প্রান্তের মাঝে যে কোনো বিন্দুতে বল প্রয়োগ করা হয়, তাকে তৃতীয় শ্রেণির লিভার বলে।
তৃতীয় শ্রেণির লিভার |
● উদাহরণঃ
মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন ইত্যাদি।
● যান্ত্রিক সুবিধাঃ
তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর কম।
পিডিএফটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details ::
PDF Name : Types of Levers in Physics
Language : Bengali
Size : 0.3 mb
Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment