Breaking






Saturday, November 13, 2021

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF | Chemical Symbols and Formulas PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF | Chemical Symbols and Formulas PDF

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF | Chemical Symbols and Formulas PDF
বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF

সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত PDF, যেটির মধ্যে বিভিন্ন দ্রব্য এবং তাদের রাসায়নিক নাম ও সংকেতের একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং দেরি না করে পোস্টটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন।

বিভিন্ন দ্রব্যের রাসায়নিক নাম ও সংকেত

দ্রব্য রাসায়নিক নাম সংকেত
মার্শ গ্যাস মিথেন CH4
পোড়া চুন ক্যালসিয়াম অক্সাইড CaO
ব্রিমস্টোন সালফার S8
রুজ ফেরিক অক্সাইড Fe2O3
কস্টিক সোডা সোডিয়াম হাইড্রক্সাইড NaOH
শুষ্ক বরফ কঠিন কার্বন ডাই অক্সাইড CO2
ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম অক্সাইড Mg(OH)2
জিপসাম সোদক ক্যালসিয়াম সালফেট CaSO4, 2H2O
নাইটার পটাসিয়াম নাইট্রেট KNO3
ওলিয়াম ধূমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7
ফসজিন গ্যাস কার্বনিল ক্লোরাইড COCl2
প্লাস্টার অফ প্যারিস ক্যালসিয়াম সালফেট হেমিহাইড্রেট 2CaSO4, H2O
দার্শনিকের উল জিঙ্ক অক্সাইড ZnO
মার্বেল পাথর ক্যালসিয়াম কার্বনেট CaCO3
কুইক সিলভার পারদ Hg
অ্যালাম বা ফটকিরি সোদক পটাশিয়াম অ্যালুমিনিয়াম সালফেট K2SO4, Al2(SO4)3 24H2O
বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট NaHCO3
ব্লিচিং পাউডার ক্যালসিয়াম ক্লোরো-হাইপোক্লোরাইট Ca(OCl)Cl
ভারী জল জয়েটেরিয়াম হাইড্রাইড D2O
চিলি সল্টপিটার সোডিয়াম নাইট্রেট NaNO3
কস্টিক পটাসপটাসিয়াম হাইড্রক্সাইড KOH
অ্যাসপিরিন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড C6H4 (OCOCH3)COOH
ব্যারাইটা ওয়াটার বেরিয়াম হাইড্রক্সাইড Ba(OH)2, 8H2O
অ্যাক্রাইলো নাইট্রাইল ভিনাইল সায়ানাইড CH2=CH-CN
ক্যালোমেল মারকিউরাস ক্লোরাইড Hg2Cl2
এপসম সল্ট সোদক ম্যাগনেসিয়াম সালফেট MgSO4, 7H2O
ফেলস্পার পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট KAI, Si3O4
ফেরিক অ্যালাম সোদক পটাসিয়াম এবং ফেরিক সালফেট K2SO4, Fe2(SO4)3, 24H2O
গ্লবার লবণ সোদক সোডিয়াম সালফেট Na2SO4, 10H2O
ক্যালগন সোডিয়াম হেক্কামেটা ফসফেট Na2 [Na4 (PO3)6]
গ্রীন ভিট্রিয়ল সোদক ফেরাস সালফেট FeSO4, 7H2O
গান পাউডার পটাসিয়াম নাইট্রেট, গন্ধক ও চারকোলের মিশ্রণ KNO3 + S + চারকোল
হাইপো সোদক সোডিয়াম থায়োসালফেট Na2S2O3, 5H2O
হর্ন সিলভার সিলভার ক্লোরাইড AgCl
মোজেইক গোল্ড স্ট্যানিক সালফাইড SNS2
জিঙ্ক হোয়াইট জিঙ্ক অক্সাইড ZnO
জিঙ্ক ব্লেণ্ড জিঙ্ক সালসাইড ZnS
হাইড্রোলিথ ক্যালসিয়াম হাইড্রাইড CaH2
লিথো ফোন জিঙ্ক সালফাইড ও বেরিয়াম সালফেটের মিশ্রণ ZnS + BaSO4
মিল্ক অফ লাইম ক্যালসিয়াম হাইড্রক্সাইড Ca(OH)2
মোর লবণ ফেরাস অ্যামোনিয়াম সালফেট FeSO4, (NH4)2, SO4, 6H2O
কাপড় কাচার সোডা সোডিয়াম কার্বনেট Na2CO3
মাইকা পটাসিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট K2O, 3Al2O3, 6SiO2, 2H2O
কোয়ার্টজ বালিSiO2
রেড লেড লেড অক্সাইড Pb3O4
হোয়াইট লেড ক্ষারীয় লেড কার্বনেট 2PbCO3, Pb(OH)2
সোরা পটাসিয়াম নাইট্রেট KNO3
ওয়াটার গ্যাস CO ও H2 এর মিশ্রণ CO + H2
সিনাবার মারকিউরিক সালফাইড HgS
কোরাল প্রকৃতিজাত ক্যালসিয়াম কার্বনেট CaCO3
সিমেন্টাইট আয়রন কার্বাইড FeC2
সেরুসাইট লেড কার্বনেট PbCO3
ক্রায়োলাইট সোডিয়াম অ্যালুমিনিয়াম ফ্লওরাইড Na3AlF6
ক্লোরোটোন ট্রাইক্লোরো টারসিয়ারি বিউটাইল অ্যালকোহল (CH3)2C(OH)CCl3
ক্রোম ইয়েলো লেড ক্রোমেট PbCrO4
ক্রোম অ্যালাম সোদক পটাসিয়াম ও ক্রোমিয়াম সালফেট K2SO4, Cr2(SO4)3 24H2O
কার্বোরাণ্ডাম সিলিকন কার্বাইড SiC
সাইক্লোনাইট ট্রাইমিথিলিন ট্রাইনাইট্যামিন (CH2N-NO2)3
হোয়াইট ভিট্রিয়ল জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট ZnSO4, 7H2O
ভিট্রওসিল সিলিকন ডাইঅক্সাইড SiO2
ফ্রিয়ন-১২ ডাইক্লোরো ডাইফ্লুরো মিথেন CF2Cl2
মাস্টার্ড গ্যাস ২-২ ডাইক্লোরো ডাইইথাইল সালফাইড (ClH2C-CH2)2S

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details ::
PDF Name : Chemical Symbols and Formulas
Language : Bengali
Size : 0.5 mb 
Pages : 04
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment