আরামবাগ থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা | Arambagh to Howrah Station Name in Bengali
![]() |
আরামবাগ থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা |
✍️ কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজ আরামবাগ থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা -টি শেয়ার করলাম। যেটির মধ্যে আরামবাগ টু হাওড়া পর্যন্ত সমস্ত স্টেশনের নাম দেওয়া আছে। আরামবাগ থেকে হাওড়া পর্যন্ত মোট ২৫টি স্টেশন আছে, স্টেশনগুলির নাম নীচে তালিকার মধ্যে দেওয়া হল -
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নাম
নং | স্টেশনের নাম |
---|---|
০১ | আরামবাগ |
০২ | মায়াপুর |
০৩ | তকিপুর হল্ট |
০৪ | তালপুর |
০৫ | তারকেশ্বর |
০৬ | লোকনাথ |
০৭ | বাহিরখন্ড |
০৮ | কৈকালা |
০৯ | হরিপাল |
১০ | মালিয়া হল্ট |
১১ | নালিকুল |
১২ | কামারকুণ্ডু |
১৩ | সিঙ্গুর |
১৪ | নসিবপুর |
১৫ | দিয়ারা |
১৬ | শেওড়াফুলি |
১৭ | শ্রীরামপুর |
১৮ | রিষড়া |
১৯ | কোন্নগর |
২০ | হিন্দ মোটর |
২১ | উত্তরপাড়া |
২২ | বালি |
২৩ | বেলুড় |
২৪ | লিলুয়া |
২৫ | হাওড়া |
No comments:
Post a Comment