তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা | Tarakeswar to Howrah Station Name in Bengali
![]() |
| তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা |
✍️ কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজ তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নামের তালিকা -টি শেয়ার করলাম। যেটির মধ্যে তারকেশ্বর টু হাওড়া পর্যন্ত সমস্ত স্টেশনের নাম দেওয়া আছে। তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত মোট ২১টি স্টেশন আছে, স্টেশনগুলির নাম নীচে তালিকার মধ্যে দেওয়া হল -
তারকেশ্বর থেকে হাওড়া পর্যন্ত স্টেশনের নাম
| নং | স্টেশনের নাম |
|---|---|
| ০১ | তারকেশ্বর |
| ০২ | লোকনাথ |
| ০৩ | বাহিরখন্ড |
| ০৪ | কৈকালা |
| ০৫ | হরিপাল |
| ০৬ | মালিয়া হল্ট |
| ০৭ | নালিকুল |
| ০৮ | কামারকুণ্ডু |
| ০৯ | সিঙ্গুর |
| ১০ | নসিবপুর |
| ১১ | দিয়ারা |
| ১২ | শেওড়াফুলি |
| ১৩ | শ্রীরামপুর |
| ১৪ | রিষড়া |
| ১৫ | কোন্নগর |
| ১৬ | হিন্দ মোটর |
| ১৭ | উত্তরপাড়া |
| ১৮ | বালি |
| ১৯ | বেলুড় |
| ২০ | লিলুয়া |
| ২১ | হাওড়া |

No comments:
Post a Comment