ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রাথমিক তথ্য || Indian Constitution
![]() |
| ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রাথমিক তথ্য |
✍️ কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, ভারতীয় সংবিধান সম্পর্কিত প্রাথমিক তথা সাধারণ কিছু তথ্য। যার মাধ্যমে ভারতীয় সংবিধান সম্পর্কে আপনারা প্রাথমিক ধারণা লাভ করতে পারবেন। সুতরাং দেরি না করে খুব ভাল করে ভারতীয় সংবিধানের এই ছোট্ট নোটটি দেখে নিন।
ভারতীয় সংবিধান
■ সংবিধান হলো যেকোনো দেশের সাংগঠনিক আইন, যার মাধ্যমে বর্ণিত নীতিসমূহ ও গঠন ব্যবস্থার ওপর ভিত্তি করে দেশের আইন নির্ধারিত হয়।
■ এটিই দেশের সর্বোচ্চ আইন।
■ সংবিধানের শ্রেণিবিভাগ নিম্নরূপ :
ক) লিখিত সংবিধান (যেমন- ভারতীয় সংবিধান)
খ) অ-লিখিত সংবিধান (যেমন- ব্রিটিশ সংবিধান)
ভারতীয় সংবিধান বিশ্বের সর্বাপেক্ষা বৃহৎ লিখিত সংবিধান।
■ ১৯৩৪ সালে এম.এন. রায় নামক একজন প্রমুখ কমিউনিস্ট ব্যক্তিত্ব প্রথম সংবিধান রচনার প্রয়োজনীয়তা নিয়ে চিন্তাভাবনা ব্যক্ত করেন। পরবর্তীকালে ১৯৩৫ সালে জাতীয় কংগ্রেসে এই ভাবনাটি নিয়মানুগভাবে গৃহীত হয়। ব্রিটিশ সরকার ১৯৪০ সালের ‘আগস্ট প্রস্তাব’ এ সংবিধান রচনার এ দাবীটিকে সরকারী স্বীকৃতি দেয়।
■ ভারতীয় সংবিধান ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতীয় জনগণ কর্তৃক গৃহীত হয়।
■ ১৯৫০ সালের ২৬শে জানুয়ারী সংবিধান সম্পূর্ণরূপে বলবৎ করা হয়।
■ মূল সংবিধানে ৩৯৫টি ধারা, ২২টি অধ্যায় ও ৮টি তফসিল ছিল। বর্তমানে সংবিধানে ৪৪৮টি ধারা, ১২টি তফসিল ও ২৪টি অধ্যায় রয়েছে।
■ ১৯৪৬ সালের ১৬ই মে গৃহীত ক্যাবিনেট মিশন পরিকল্পনার অধীনে গঠিত গণপরিষদের দ্বারা ভারতীয় সংবিধান গঠিত হয়েছিলো।
■ ৪২তম সংবিধান সংশোধনীর দ্বারা বহুবিধ ক্ষেত্রে সংবিধানের সংশোধন করা হয়েছিলো। তাই এই সংশোধনীকে ‘সংবিধানের ক্ষুদ্র সংস্করণ’ বলা হয়ে থাকে।

No comments:
Post a Comment