Breaking






Saturday, May 1, 2021

ক্যাবিনেট মিশন ১৯৪৬

ক্যাবিনেট মিশন ১৯৪৬ || 1946 Cabinet Mission to India

ক্যাবিনেট মিশন ১৯৪৬
ক্যাবিনেট মিশন ১৯৪৬

✍️ কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি, ক্যাবিনেট মিশন ১৯৪৬ সম্পর্কিত তথ্য; যার মাধ্যমে আপনারা ক্যাবিনেট মিশন সম্পর্কে স্বচ্ছ ধারণা লাভ করতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে দেখে নিন আজকের নোটটি। 

ক্যাবিনেট মিশন


■ ১৫ই মার্চ ১৯৪৬ লর্ড ক্লিমেন্ট এটলি এক ঐতিহাসিক ঘোষণা করলেন যেখানে স্বায়ত্ত্ব শাসনের অধিকার এবং ভারতের জন্য সংবিধান তৈরির কোথা অন্তর্ভুক্ত ছিল। 

■ ফলস্বরূপ ব্রিটিশ ক্যাবিনেটের প্যাট্রিক লরেন্স, স্যার স্ট্র্যাফোর্ড ক্রিপস এবং এ.ভি. আলেকজান্ডারকে ভারতে পাঠানো হয়েছিলো, এটা ক্যাবিনেট মিশন নামে পরিচিত। 

■ ক্যাবিনেট মিশনের প্রধান বৈশিষ্ট্যগুলি হল – 

● প্রদেশের তিনটি দল তাদের আলাদা সংবিধান তৈরি করতে পারে তার জন্য চুক্তি।

● ভারতের ইউনিয়ন তৈরির প্রস্তাব যা ব্রিটিশ ভারত এবং দেশীয় রাজ্য নিয়ে গঠিত। 

● ইউনিয়নের হাতে বৈদেশিক ব্যাপার, প্রতিরক্ষা, যোগাযোগ প্রভৃতি থাকবে অবশিষ্ট ক্ষমতাগুলি প্রদেশের হাতে থাকবে।

● গণপরিষদ প্রণীত, নতুন সংবিধানের উপর ভিত্তি করে জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকার গঠনের পূর্বে এক অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দেওয়া হয়। 

● পূর্ণ বিকশিত পাকিস্তান তৈরির প্রস্তাবকে প্রত্যাখ্যান। 

■ মুসলিম লীগ ও কংগ্রেস পরিকল্পনাকে গ্রহণ করে। 

■ ফলস্বরূপ নির্বাচন হবে ১৯৪৬ এর জুলাই মাসে, সংবিধান সভা তৈরির জন্য।

■ কংগ্রেস ২১৪টি আসনের মধ্যে ২০৫টি পেল।

■ মুসলিম লীগ ৭৮টি মুসলিম আসনের মধ্যে ৭৩টি পেল।

■ ১৯৪৬ এর ২রা সেপ্টেম্বর জহরলাল নেহেরুর নেতৃত্বে এর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হল।

No comments:

Post a Comment