Breaking






Monday, June 7, 2021

পদ্ম পুরস্কার সম্পর্কিত তথ্য

পদ্ম পুরস্কার সম্পর্কিত তথ্য | পদ্মবিভূষণ | পদ্মভূষণ | পদ্মশ্রী

পদ্ম পুরস্কার সম্পর্কিত তথ্য
পদ্ম পুরস্কার সম্পর্কিত তথ্য

Supriyo Bondhura,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি পদ্ম পুরস্কার সম্পর্কিত তথ্য; যার মাধ্যমে আপনারা পদ্ম পুরস্কার সম্মন্ধে স্বচ্ছ ধারণা গঠন করতে পারবেন এবং পদ্ম পুরস্কার থেকে আসা প্রশ্নের সঠিক উত্তর খুব সহজেই দিতে পারবেন। সুতরাং সময় অপচয় না করে আজকের নোটটি খুব ভাল করে দেখে নিন।

পদ্ম পুরস্কার

প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে দেশের অসামরিক কেন্দ্রের কৃতীদের পদ্ম পুরস্কার দিয়ে সম্মানিত করে ভারত সরকার। সাহিত্য, সংস্কৃতি, কলা, শিক্ষা, বিজ্ঞান, বাণিজ্য, খেলাধুলা, সমাজসেবা প্রভৃতি বিভিন্ন বিভাগে অসামান্য দক্ষতার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৪ সালে পদ্ম পুরস্কারের পথ চলা শুরু। সামাজিক ক্ষেত্রে সরকারের তরফ থেকে দেওয়া পদ্ম পুরস্কারের সব থেকে নীচে রয়েছে পদ্মশ্রী। ভারতরত্ন, পদ্মবিভূষণ, পদ্মভূষণের পরেই এই স্থান। প্রত্যেক বছর পদ্মশ্রী পুরস্কারই সবথেকে বেশি সংখ্যায় দেওয়া হয়। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ কৃতিত্বের জন্য মেলে এই পদ্মভূষণ পুরস্কার। অসামরিক ক্ষেত্রে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মবিভূষণ, সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাতদের মধ্যে সেরাদের বাছাই করে পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হয়। ১৯৫৪ সালে, অর্থাৎ একেবারে শুরুর দিকে এটি ‘পহেলা ভাগ’ নামে পরিচিত ছিল। তিনটি পদ্ম পুরস্কারকে একত্রে বলা হত ‘পদ্মবিভূষণ’। ১৯৫৫ সালে এই রূপরেখার পরিবর্তন হয়। ১৯৭৭ থেকে ১৯৮০ এর মধ্যে এই পুরস্কার দেওয়া হয়নি। আবার ১৯৯২ থেকে ১৯৯৮ পদ্মবিভূষণ সম্মান কাউকে দেওয়া হয়নি। 

■ পদ্মবিভূষণঃ পদ্মবিভূষণ দ্বিতীয় উচ্চতম জাতীয় পুরস্কার। অসাধারণ কাজের জন্য যেকোনো ক্ষেত্রে, এমনকি সরকারী কর্মচারীদেরও এই পুরস্কার দেওয়া হয়।

■ পদ্মভূষণঃ তৃতীয় উচ্চতর এই জাতীয় পুরস্কারটি যেকোনো ক্ষেত্রে বিশিষ্ট কাজের জন্য দেওয়া হয়। 

■ পদ্মশ্রীঃ চতুর্থ উচ্চতম পুরস্কারটি দেওয়া হয় যেকোনো ক্ষেত্রে অসামান্য কাজের জন্য।


No comments:

Post a Comment