Breaking






Friday, April 9, 2021

ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত তথ্য

ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত তথ্য

ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত তথ্য
ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত তথ্য
✍️ কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য, যার মাধ্যমে আপনারা মোটামুটিভাবে ভারতরত্ন পুরস্কার সম্পর্কে অবগত হতে পারবেন। সুতরাং সময় অপচয় করে দেখে নিন। 

ভারতরত্ন পুরস্কার সম্পর্কিত তথ্য

ভারতরত্নঃ  
          ভারতরত্ন অর্থাৎ ভারতের রত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার।  ১৯৫৪ সালে এ পুরস্কার চালু হয়। 

 জাতি, পেশাগত, অবস্থা, লিঙ্গ ইত্যাদি ভেদাভেদ না করে ভারতরত্ন পুরস্কার প্রদান করা হয় ভারতীয় নাগরিক, অনাবাসিক ভারতীয় এবং বিদেশীদের। 

 নিম্নলিখিত ক্ষেত্রগুলিতে উচ্চস্তরের জাতীয় সেবার নিরিখে এই পুরস্কার ঘোষণা করা হয়ঃ 
ক) কলা,
খ) সাহিত্য,
গ) বিজ্ঞান,
ঘ) উচ্চস্তরের জনসেবা

 ২০১১ সালে ভারতরত্নের জন্য যোগ্যতা নির্ণায়ক দিকগুলির সংশোধন করা হয়।  পূর্বে ছিল ‘উচ্চস্তরের জাতীয় সেবা’ আর সংশোধনের পর এই ক্রাইটেরিয়া হয়ে দাঁড়ায় “মানব প্রচেষ্টার সকল ক্ষেত্রে সর্বোচ্চ সম্পাদন”।  দেশের এই সর্বোচ্চ অসামরিক পুরস্কার যেন খেলোয়াররাও পেতে পারেন, তার জন্যই মূলত এই সংশোধন। 

 শুরুতে এই পুরস্কার শুধুমাত্র জীবিত অবস্থায় দেওয়া হত, মরণোত্তর এই পুরস্কার প্রদান হত না। 

 ১৯৫৫ সালের জানুয়ারির পর মরণোত্তর ভারতরত্ন পুরস্কার প্রদান চালু হয়।

 ১৯৬৬ সালে লাল বাহাদুর শাস্ত্রী সর্বপ্রথম মরণোত্তর ভারতরত্ন পান।

 প্রধানমন্ত্রী এই পুরস্কারের প্রস্তাব পাঠান রাষ্ট্রপতির কাছে।  প্রতি বছর সর্বোচ্চ তিনজনকে এই পুরস্কার দেওয়া যেতে পারে। 

 বর্তমান পদকটি পিপলগাছের পাতাকৃতি। 

 অন্যান্য সামরিক ও অসামরিক পুরস্কার পদক যেমন পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রী এবং পরমবীর চক্রের মতো এই ভারতরত্ন পদকটি কলকাতার আলিপুর টাঁকশালে তৈরি হয়। 

 ১৯৫৪ সালে সর্বপ্রথম ভারতরত্ন পান সর্বপল্লী রাধাকৃষ্ণাণ, স্যার সি.ভি. রমন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী। 

 ১৯৮০ সালে মাদার তেরেসা প্রথম দেশভূত ভারত নাগরিক হিসাবে ভারতরত্ন পান।

 দুজন বিদেশী ব্যক্তিত্ব খান আব্দুল গফফর খান ১৯৮৭ সালে এবং নেলসন ম্যান্ডেলা ১৯৯০ সালে ভারতরত্ন পান।

নবীনতম এবং প্রথম খেলোয়াড় হিসাবে ভারতরত্ন পেয়েছেন শচীন তেন্ডুলকর।


No comments:

Post a Comment