পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF | First Cabinet of West Bengal
![]() |
পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের সঙ্গে শেয়ার করলাম পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDF, যার মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রিত্ব পদ এবং সেই পরে কে নিযুক্ত হয়েছিলেন তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।
সুতরাং দেরি না করে তালিকাটি ভালো করে দেখে নিন এবং অফলাইনে পড়ার জন্য পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা PDFটি সংগ্রহ করে নিন।
পশ্চিমবঙ্গের প্রথম মন্ত্রীসভা
মন্ত্রিত্ব | নাম |
---|---|
মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও শিক্ষাদপ্তর | ড. প্রফুল্ল ঘোষ |
বাণিজ্য, শ্রম ও শিক্ষামন্ত্রী | সুরেশচন্দ্র ব্যানার্জি |
অর্থমন্ত্রী | যাদবেন্দ্রনাথ পাঁজা |
স্বাস্থ্যমন্ত্রী | বিমলচন্দ্র সিনহা |
ভূমি ও ভূমিরাজস্ব মন্ত্রী | কালিদাস মুখার্জি |
কৃষি, বন ও মৎস্য মন্ত্রী | হেমচন্দ্র নস্কর |
সমবায় ঋণ ও ত্রাণ মন্ত্রী | কমলকৃষ্ণ রায় |
সেচ, পূর্ত, গৃহনির্মাণ ও জলপথ মন্ত্রী | নিকুঞ্জবিহারী মাইতি |
অসামরিক সরবরাহ মন্ত্রী | রাধানাথ দাস |
বিচার ও আইনমন্ত্রী | মোহিনীমোহন বর্মণ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড নীচে দেওয়া আছে
File Details ::
PDF Name : First Cabinet of West Bengal
Language : Bengali
Size : 0.4 mb
Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment