ভারতের প্রাদেশিক নৃত্য | Indian States and their Dance Forms
![]() |
ভারতের প্রাদেশিক নৃত্য |
সুপ্রিয় বন্ধুরা,
বিগত বছরের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রগুলি লক্ষ্য করলে দেখা যায় ভারতের প্রাদেশিক নৃত্য এই টপিকটি থেকে প্রায়শই প্রশ্ন এসেছে। আর তাই আপনাদের সুবিধার্থে আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের লোকনৃত্য বা প্রাদেশিক নৃত্যের তালিকাটি আলোচনা করলাম।
তাই দেরি না করে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্যের তালিকাটি খুব ভালো করে দেখে নিন এবং প্রয়োজনে নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন -
প্রদেশ
|
নৃত্য
|
---|---|
পশ্চিমবঙ্গ
|
ছৌ, বাউল, কাঠি, কীর্তন, মহল, ঢালি, যাত্রা, গম্ভীরা
|
অসম
|
বিহু, খেল গোপাল, কোঙ্গালি, রাসলীলা
|
মণিপুর
|
রাসলীলা, মণিপুরী, কাবুই
|
মেঘালয়
|
লাহো, নংক্রেম
|
নাগাল্যান্ড
|
রংমা, বাম্বু
|
মিজোরাম
|
খুয়াল্লাম, চেরাউ, লাম, বাঁশ-নৃত্য, চেরোকান
|
ঝাড়খণ্ড
|
ছৌ, সরহুল
|
গুজরাট
|
গর্বা, ডান্ডিয়া রাস, টিপ্পানি, ভাবাই
|
বিহার
|
যাতা যতিন, ঝিঝিয়া, কাজারি
|
হিমাচল প্রদেশ
|
ঝোড়া, ঝালি, ছাড়ি, নাটি, কায়াঙ্গা
|
কর্ণাটক
|
যক্ষগণ, হাত্তারি, সুগি, কুনিথা, লাম্বি
|
মহারাষ্ট্র
|
তামাশা, লেজিন, গাফা, দাহিকলা, লোভানি
|
ওড়িশা
|
ওডিশি, সাভারি, ছৌ, ঘুমারা, রনপা
|
কেরালা
|
কথাকলি, মোহিনীনাট্টম, কাইকোটিকালি, থেইয়াম, তুল্লাল
|
পাঞ্জাব
|
ভাংরা, গিদ্দা, ধামান, ডাফ
|
রাজস্থান
|
ঘুমার, চক্রী, গাঙ্গোর, ঝুমা, ঝুলন লীলা
|
তামিলনাড়ু
|
ভরতনাট্যম, কুমি, কলাট্টম
|
উত্তরপ্রদেশ
|
নটঙ্কি, রাসলীলা, কাজরী, চাপেলি
|
ত্রিপুরা
|
হোজাগিরি
|
উত্তরাখণ্ড
|
কাজরী, রাসলীলা, চাপেলি
|
গোয়া
|
তালগাদি, মান্ডো
|
মধ্যপ্রদেশ
|
মাটকি, আদা, ফুলপতি
|
অরুণাচল প্রদেশ
|
চালো, পপির
|
সিকিম
|
সিকমারি, খুকুরি
|
অন্ধ্রপ্রদেশ
|
কুচিপুড়ি
|
ছত্রিশগড়
|
পন্থি
|
জম্মু ও কাশ্মীর
|
রাউফ, হিকাত, দামালি, হেমিসগাম্পা, চাকরী
|
উত্তর ভারত
|
কত্থক
|
■ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ বিহু কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ অসম।
প্রশ্নঃ রাউফ কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
প্রশ্নঃ পশ্চিমবঙ্গের প্রচলিত নৃত্যগুলি কি কি ?
উত্তরঃ ছৌ , যাত্রা , কাঠি , গম্ভীরা , ঢালি , মহল , কীর্তন।
প্রশ্নঃ গরবা কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ গুজরাট।
প্রশ্নঃ কথাকলি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ কেরালা।
প্রশ্নঃ কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।
প্রশ্নঃ ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য ?
উত্তরঃ তামিলনাড়ু।
File Details ::
PDF Name : Indian States and their Dance Forms
Language : Bengali
Size : 0.2 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment