ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল গুলি আলোচনা করো।
![]() |
ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল গুলি আলোচনা করো। |
✍️ কলম
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল গুলি আলোচনা করলাম। নীচে খুব সুন্দরভাবে পয়েন্ট করে করে ভারতে জনসংখ্যা বৃদ্ধির ফলাফল গুলি উল্লেখ করা আছে। সুতরাং দেরি না করে নোটসটি দেখে নাও।
■ ভারতে জনসংখ্যা বৃদ্ধির / জনবিস্ফোরণের ফলাফল গুলি হলঃ
বিশ্বের যে কোনো দেশের মতোই ভারতেও জনবিস্ফোরণ একটি সামাজিক সমস্যা, যা দেশের আরথসমাজ সংস্কৃতির আবহে কুপ্রভাব বিস্তার করে চলেছে। আর এই রূপ দিকগুলি হলো নিম্নরূপ -
- মাথাপিছু আয় হ্রাসঃ
স্বাধীনতার পর ভারতবর্ষে কৃষি এবং শিল্পের অগ্রগতির সত্ত্বেও জনসংখ্যা বৃদ্ধির ফলে একদিকে যেমন মাথাপিছু আয় হ্রাস পেয়েছে, অন্যদিকে জীবনযাত্রার মানের ক্রমান্বয়ে অবনতি ঘটেছে। এশিয়া এবং আফ্রিকার মাত্র কয়েকটি দেশ বাদ দিলে ভারতের মাথাপিছু আয় সবচেয়ে কম।
- বেকারত্বঃ
দেশে কর্ম সংস্থানের অভাবে অন্যতম কারণ হল এই জনবিস্ফোরণ। পরিবারের কর্মহীন সদস্যদের সংখ্যা যত বাড়ে ততই পিতা-মাতাদেরকে অধিক সংখ্যক নির্ভরশীলদের বোঝা বহন করতে হয় এবং এই সূত্রে সদস্যদের মধ্যে সম্পর্ক সংহতির বন্ধন শিথিল হয়ে পড়ে।আবার সরকারেরও দায়িত্ব বৃদ্ধি পায়।
- দারিদ্রতাঃ
ইহা হল জনবিস্ফোরণের অন্যতম নেতিবাচক ফলাফল।একদল তাত্ত্বিকের মতে ,দারিদ্রতার জন্য জনস্ফীতিকে দায়ী করা যায় না বরং বলা যায় জনস্ফীতি হল দারিদ্রের কারণ।
- অনাহার, অর্ধাহার ও অপুষ্টির শিকারঃ
জনবিস্ফোরনের চাপে অর্ধাহার ও অপুষ্টির মত সমস্যাগুলি ভয়াবহ হয়ে উঠেছে। স্বাধীন ভারতে খাদ্যোৎপাদন বৃদ্ধি পেলেও স্থিতিশীলতা আসেনি এবং খাদ্যের জোগান পর্যাপ্ত এ কথা বলা যায় না।এর ফলে নানান দুরারোগ্য ব্যাধির প্রার্দুভাবে পরিলক্ষিত হয়ে চলেছে।
- জনস্বাস্থ্য ও জনশিক্ষার উপর নেতিবাচক প্রভাবঃ
জনসংখ্যা বৃদ্ধির হার উচ্চ হওয়ায় সকলের জন্য স্বাস্থ্য ও শিক্ষার নূন্যতম ব্যবস্থা করা নিতান্তই অসম্ভব বিষয় হয়ে পড়েছে।
- অসামাজিক কর্মের হার বৃদ্ধিঃ
দেশে জনসংখ্যা বৃদ্ধির চাপে যেমন দারিদ্রতা,বেকারত্ব এবং নিরক্ষরতার হার বৃদ্ধি পাচ্ছে তেমনই অপরাধ মূলক কাজের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বৃদ্ধির বর্তমান হার বজায় থাকলে নিকট ভবিষ্যৎ বেকারত্ব, ক্ষুদার্থ ও জাঙ্গ মনোভাবপন্ন মানুষের বিশাল বাহিনী তৈরি হবে। যেগুলির দ্বারা দেশের সামাজিক ,অর্থনৈতিক ও রাজনৈতিক ব্যবস্থা ও প্রতিষ্ঠানগুলির বিপন্নতার মুখোমুখি হয়ে পড়বে।
- গ্রামীণ জীবনের দুর্ভোগঃ
দেশের জনসংখ্যার এক বৃহৎ অংশই গ্রামে বসবাস করে, যাদের মধ্যে ভূমিহীন ক্ষেতমজুর, দারিদ্র কারীগর ও অসহায় সম্বলহীন মানুষের সংখ্যা বেশি যা গ্রামাঞ্চলের জনবিস্ফোরনের ফলাফল হিসাবে গণ্য করা যায়।
পরিশেষে বলা যায় যে ভারতের খাদ্য উৎপাদন এবং মৎযাপিছু আয় ধীর গতিতে বৃদ্ধি পাচ্ছে, কিন্তু জনসংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। অবশ্য এ কথা বলা যায় যে, ভারতে জনসংখ্যা বৃদ্ধির তুলনায় মানবসম্পদ ব্যবহারের সমস্যাটি অধিক প্রকট হয়ে উঠেছে। পাশাপাশি জনসংখ্যার অসম ভৌগোলিক বন্টনের বিষয়টিও অবহেলার বিষয় নয়।
No comments:
Post a Comment